হোম > খেলা > ক্রিকেট

জ্যোতিদের বিশ্বকাপে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি কার্যক্রমের অংশ হিসেবে নতুন সফটওয়্যার চালু করেছে আইসিসি। নেতিবাচক কনটেন্ট থেকে ক্রিকেট সম্প্রদায় ও ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

শারজায় আজ থেকে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৭ রান করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এই বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে আরব আমিরাতে। 

বিশ্বকাপে নতুন সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আজ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আইসিসি। এই সফটওয়্যারের কাজ হলো, ক্রিকেটের জন্য একটি স্বাস্থ্যকর সম্প্রদায় তৈরি করা। আইসিসি জানিয়েছে, এরই মধ্যে ৬০ জনের বেশি খেলোয়াড় এই পদ্ধতি ব্যবহার শুরু করেছেন। 

এর জন্য গোবাবল নামে যুক্তরাজ্যের এক সফটওয়্যার কোম্পানিকে নিযুক্ত করেছে আইসিসি। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানুষের সংযোগে আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ব্যবহার করবেন, তাদের মন্তব্য তদারকি ও সহনীয় করে তুলবে গোবাবল। 

নতুন সফটওয়্যার চালুর বিষয়ে আইসিসি ডিজিটালের প্রধান ফিন ব্রাডশ বলেছেন, ‘আমরা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত অংশগ্রহণকারী এবং ভক্তদের জন্য একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য নিবেদিত, অনেক খেলোয়াড় এবং দল আমাদের নতুন উদ্যোগকে গ্রহণ করেছে দেখে দারুণ লাগছে।’

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস