বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী। তবে কুড়ি ওভারের সংস্করণে ফেরানো হয়নি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে দলে রয়েছেন আরেক পেসার নাসিম শাহ।
ওয়ানডে দলে চমক হাসান নওয়াজ। এই তরুণ ব্যাটার টি-টোয়েন্টিতে দারুণ অবদান রাখছেন। এই সুবাদে প্রথমবার সুযোগ পেয়েছেন ৫০ ওভারের দলেও।
৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে হবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ভেন্যু সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক অ্যান্ড কাউন্টি স্টেডিয়াম। ওয়ানডে সিরিজের সূচি ৮, ১০ ও ১২ আগস্ট—ত্রিনিদাদে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ভেন্যু ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি। পাকিস্তান দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সূচি
৩১ জুলাই—প্রথম টি-টোয়েন্টি, লডারহিল, যুক্তরাষ্ট্র
২ আগস্ট—দ্বিতীয় টি-টোয়েন্টি, লডারহিল, যুক্তরাষ্ট্র
৩ আগস্ট—তৃতীয় টি-টোয়েন্টি, লডারহিল, যুক্তরাষ্ট্র
ওয়ানডে সিরিজের সূচি
৮ আগস্ট—প্রথম ওয়ানডে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১০ আগস্ট—দ্বিতীয় ওয়ানডে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১২ আগস্ট—দ্বিতীয় ওয়ানডে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো