হোম > খেলা > ক্রিকেট

ভারতকে সময় দিতে রাজি নয় পাকিস্তান

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই মেরুতে ভারত-পাকিস্তান। ভারত তাদের দেশেই আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে পাকিস্তান চাইছে, ভারতে না হয়ে সংযুক্ত আরব আমিরাতেই হোক এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসির আগের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট। তবে গত ১ জুন আইসিসির সভায় বিশ্বকাপ নিজেদের দেশেই আয়োজনের ব্যাপারে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।

পাকিস্তান বলছে ভিন্ন কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলছেন, ভারতে নয়; টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে হবে সংযুক্ত আরব আমিরাতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা এখন হতে পারে আমিরাতে। ভারত বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলো তো আরব আমিরাতে আয়োজন করছে। পাকিস্তানের কাছেও পিএসএলের বাকি ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করা ছাড়া বিকল্প উপায় ছিল না।’  

করোনা মহামারিতে নিরাপদে যেকোনো সিরিজ–টুর্নামেন্টই আয়োজন কঠিন হয়ে গেছে। এহসান মানি তাই বলছেন, ‘বর্তমান সময়ে ক্রিকেট ম্যাচ আয়োজনের কাজ মোটেও সহজ নয়। পরিস্থিতি বিবেচনায় সব ক্রিকেট বোর্ডকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’
 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ