হোম > খেলা > ক্রিকেট

ভারতকে সময় দিতে রাজি নয় পাকিস্তান

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই মেরুতে ভারত-পাকিস্তান। ভারত তাদের দেশেই আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে পাকিস্তান চাইছে, ভারতে না হয়ে সংযুক্ত আরব আমিরাতেই হোক এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসির আগের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট। তবে গত ১ জুন আইসিসির সভায় বিশ্বকাপ নিজেদের দেশেই আয়োজনের ব্যাপারে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।

পাকিস্তান বলছে ভিন্ন কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলছেন, ভারতে নয়; টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে হবে সংযুক্ত আরব আমিরাতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা এখন হতে পারে আমিরাতে। ভারত বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলো তো আরব আমিরাতে আয়োজন করছে। পাকিস্তানের কাছেও পিএসএলের বাকি ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করা ছাড়া বিকল্প উপায় ছিল না।’  

করোনা মহামারিতে নিরাপদে যেকোনো সিরিজ–টুর্নামেন্টই আয়োজন কঠিন হয়ে গেছে। এহসান মানি তাই বলছেন, ‘বর্তমান সময়ে ক্রিকেট ম্যাচ আয়োজনের কাজ মোটেও সহজ নয়। পরিস্থিতি বিবেচনায় সব ক্রিকেট বোর্ডকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’
 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু