হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজদের বিদায়ে কোহলিদের বুনো উল্লাস

ভাগ্যের ওপর ঝুলে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফে রাউন্ডের টিকিট। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের হার কামনায় হোটেলে টিভির সামনে বসে দুশ্চিন্তা নিয়ে খেলা দেখেছেন বিরাট কোহলিরা। 

আইপিএলের প্লে-অফ আগেই নিশ্চিত করে রেখেছে গুজরাট টাইটান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। চার নম্বর হওয়ার লড়াইয়ে ছিল বেঙ্গালুরু ও দিল্লি। হতাশ হতে হয়নি বেঙ্গালুরু ক্রিকেটারদের। দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে কোহলিদের প্লে-অফের রাস্তাটা প্রশস্ত করেছে রোহিত শর্মার মুম্বাই। টিভিতে মোস্তাফিজের দলের হার দেখে মাঝ রাতে হোটেলে উল্লাস করেছেন বেঙ্গালুরু ক্রিকেটাররা। 

জিততে পারলে কোহলিদের হতাশায় ডুবিয়ে প্লে-অফে চলে যেত দিল্লি। কোহলিরা তাই কামনায় ছিলেন মুম্বাইয়ের জয়ে। মুম্বাইয়ের জয় চেয়ে সামাজিক যোগাযোগ শুভেচ্ছাও জানিয়ে রেখেছিল বেঙ্গালুরু। শেষ পর্যন্ত কোহলি-ম্যাক্সওয়েলদের হতাশ করেননি রোহিত শর্মারা। 

দিল্লির হার দেখে হোটেলেই বুনো উল্লাস করেছেন কোহলিরা। নেচেছেন, গেয়েছেন। একে অপরকে জড়িয়ে ধরে করেছেন উচ্ছ্বাস। তুলেছেন একের পর এক ছবি। তাদের সেই ছবি সময়-সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছে বেঙ্গালুরু। নিজেও একটি ছবি পোস্ট করেছেন কোহলি। সেখানে সতীর্থ ম্যাক্সওয়েল-ফাফ ডু প্লেসিসকে নিয়ে উল্লাস করতে দেখা গেছে বেঙ্গালুরুর সাবেক অধিনায়ককে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক