হোম > খেলা > ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে ইংল্যান্ড, পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে সমানে সমানে লড়াই করছে দুই দল। ছেড়ে কথা বলছে না কেউ কাউকেই। ইংল্যান্ডের চার ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। আজ ১৫৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

বিনা উইকেটে ১৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন খেলতে নেমেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক করেছেন ২২৫ রানের জুটি। এই দুই ওপেনারই টেস্টে পেয়েছেন তৃতীয়  সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১১৪ রান করা শফিকের উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন উইল জ্যাকস। ১২১ রান করা ইমামও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ইমামের উইকেট নেন জ্যাক লিচ। ২৭ রান করা আজহার আলির উইকেটও তুলে নেন লিচ। তাতে ৩ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৯০ রান। চতুর্থ উইকেটে বাবর আজম-সৌদ শাকিল ১২৩ রানের জুটি গড়েছেন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন বাবর। ১৩৬ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক।

শাকিলকে ফিরিয়ে ৪র্থ উইকেটের ১২৩ রানের জুটি ভাঙেন রবিনসন। এরপর পাকিস্তানের ইনিংসে হালকা ধ্বস নামে। ৩ উইকেটে ৪১৩ থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৯৭ রান। ৭ উইকেটে ৪৯৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাকস। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ