হোম > খেলা > ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে সমানে সমানে লড়ছে ইংল্যান্ড, পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে সমানে সমানে লড়াই করছে দুই দল। ছেড়ে কথা বলছে না কেউ কাউকেই। ইংল্যান্ডের চার ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। আজ ১৫৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

বিনা উইকেটে ১৮১ রান নিয়ে আজ তৃতীয় দিন খেলতে নেমেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক করেছেন ২২৫ রানের জুটি। এই দুই ওপেনারই টেস্টে পেয়েছেন তৃতীয়  সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১১৪ রান করা শফিকের উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন উইল জ্যাকস। ১২১ রান করা ইমামও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ইমামের উইকেট নেন জ্যাক লিচ। ২৭ রান করা আজহার আলির উইকেটও তুলে নেন লিচ। তাতে ৩ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৯০ রান। চতুর্থ উইকেটে বাবর আজম-সৌদ শাকিল ১২৩ রানের জুটি গড়েছেন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন বাবর। ১৩৬ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক।

শাকিলকে ফিরিয়ে ৪র্থ উইকেটের ১২৩ রানের জুটি ভাঙেন রবিনসন। এরপর পাকিস্তানের ইনিংসে হালকা ধ্বস নামে। ৩ উইকেটে ৪১৩ থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৯৭ রান। ৭ উইকেটে ৪৯৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জ্যাকস। 

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া