২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির যাত্রা শুরু হয়েছে মহাকাশ থেকে। মহাকাশে ট্রফি উন্মোচনের পরই বিশ্বভ্রমণে বের হয় ট্রফি।
গত ২৭ জুন আয়োজক দেশ ভারত থেকে শুরু হয় বিশ্বকাপের বিশ্বভ্রমণ। বিশ্বভ্রমণের অংশ হিসেবে ৭ আগস্ট বাংলাদেশে এসেছিল ট্রফি। মেঘ-বৃষ্টির দিনে দেশের আইকনিক স্পট পদ্মা সেতুর সামনে হয়েছে ট্রফির ফটোসেশন। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছিল বিশ্বকাপ ট্রফি।
এরপর ১৬ আগস্ট আইসিসি তাদের ফেসবুক-টুইটার পেজে তাজমহলের সামনে রাখা বিশ্বকাপ ট্রফির ছবি পোস্ট করে। তাজমহল ও পদ্মা সেতু—দুই জায়গায় রাখা ট্রফি দুটির তুলনা হচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, পদ্মা সেতুর সামনে রাখা ট্রফির নিচে মুদ্রার মতো একটা গোল চিহ্ন আছে। এই ট্রফিতে আইসিসির লোগো নেই। অন্যদিকে তাজমহলের সামনে রাখা ট্রফির নিচে একাধিক গোল চিহ্ন আর আইসিসির লোগোও ছিল।
বিশ্বকাপ ট্রফি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের দেশে এসেছে যেটা, ইভেন্টের ট্রফি। ইভেন্টের ট্রফির ডিজাইন একটাই রাখা হয়। আর স্থায়ী ট্রফি আইসিসি নিজেদের কাছেই রাখে। যেহেতু ভারত আয়োজক, সে কারণে ওখানে তারা পাঠিয়েছে। ধরুন, এবার শ্রীলঙ্কা জিতল বিশ্বকাপ, ওরা আমাদের দেশে যে ট্রফি ঘুরে গেল, সেটাই পাবে।’