হোম > খেলা > ক্রিকেট

শাস্ত্রীর ওপর চটেছেন ভারতীয় সমর্থকেরা 

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ভারত। গতকাল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর ক্রিকেটারদের ওপর ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা। মাঠে বিরাট কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকেরা কাঠগড়ায় তুলেছে কোচ রবি শাস্ত্রীকেও। 

শাস্ত্রীর সময়ে ভারত এর আগেও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে ব্যর্থ হয়েছে। তখনো ভারতীয় সমর্থকেরা ক্ষোভের কারণ হয়েছিলেন শাস্ত্রী। গতকাল আরও একবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। এবারও দলের বাজে পারফরম্যান্সে সমালোচনার তির শাস্ত্রীর দিকে। 

ভারতীয় সমর্থকদের কেউ কেউ শাস্ত্রীকে ধারাভাষ্যকারের ভূমিকায় ফেরার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘আপনাকে ধারাভাষ্য প্যানেলে আবারও স্বাগত’। কেউ আবার সরাসরি তাঁকে উদ্দেশ করে কটাক্ষও করছেন। ভারত কোচকে ইঙ্গিত করে এমন ঝাঁজালো মন্তব্য আর মিম পোস্ট ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাস্ত্রী ছবি পোস্ট করে আরেক সমর্থক লিখেছেন, ‘রবি শাস্ত্রীর অভিব্যক্তি বলে দিচ্ছে তিনি এরই মধ্যে জেনে গেছেন ভারত বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে’। 

২০১৭ সালে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের সময়ে টেস্টে দেশের বাইরে সাফল্য পেয়েছে ভারত। তারপরও গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ব্যর্থতাই সমর্থকদের চোখে পড়ছে বেশি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এর আগে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের কাছে হেরেছিলেন বিরাট কোহলিরা। এবার নিউজিল্যান্ডের কাছে হারল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। এদিকে বিশ্বকাপের পরে ভারতের কোচ হিসেবে শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপে দলের এই হতাশাজনক পারফরম্যান্সে আইসিসি ট্রফি ছাড়াই তাঁর কোচিং ক্যারিয়ারের সমাপ্তি হতে চলছে। সেটিও শেষবেলায় দর্শকদের এমন রোষের মুখে পড়ে।  

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা