হোম > খেলা > ক্রিকেট

সিলেটেই বিপিএল শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল কবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিলেটেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম মৌসুম।ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করা যাবে কি না, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। সিলেটেই ২৬ ডিসেম্বর শুরু বিপিএল। ২৩ জানুয়ারি ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করা হয়েছে আজ। ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা দুইটায় সিলেটে ১২তম বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স। একই মাঠে সেদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। পরের দিন (২৭ ডিসেম্বর) একই মাঠে ফের নামবে রাজশাহী ওয়ারিয়র্স। সেদিন তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ঢাকা-রাজশাহী ম্যাচটি বাংলাদেশ সময় ১টায় শুরু হবে। সেদিন সিলেটেই সন্ধ্যা ৬টায় শুরু হবে সিলেট-নোয়াখালী।

২৬, ২৭ ডিসেম্বরের পর এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর ২৯, ৩০ ডিসেম্বর সিলেটে হবে আরও চার ম্যাচ। ৩১ ডিসেম্বর দেওয়া হয়েছে বিশ্রাম। নতুন

বছরের প্রথম দিন সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে সিলেট-ঢাকা ম্যাচ। ২ জানুয়ারি সন্ধ্যায় সিলেট-রংপুর ম্যাচ দিয়ে শেষ হবে সিলেট পর্ব। দুই দিনের বিরতির পর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। ৫ জানুয়ারি বেলা ১টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে ঢাকা-রংপুর ম্যাচ। সিলেটের মতো চট্টগ্রাম পর্বেও একইভাবে হবে বিপিএল। ১২ জানুয়ারি ঢাকা-নোয়াখালী ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।

দুই দিনের বিরতি দিয়ে মিরপুরে হবে বিপিএলের শেষ অংশ। ১৫ থেকে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ৬ ম্যাচ হবে শেরেবাংলায়। এক দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের প্লে অফ। সেদিন বেলা ১টায় শুরু হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ২৩ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল দুটি ম্যাচই সন্ধ্যার সময় শুরু হবে।

ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স, রাজশাহী রয়্যালস—এই ছয় দল নিয়ে হতে যাওয়া বিপিএলে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। লিগ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য রয়েছে রিজার্ভ ডে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা থেকে। শুক্রবার বাদে অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বেলা ১টা থেকে ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার