হোম > খেলা > ক্রিকেট

আফগানদের বিরুদ্ধে ফিক্সিং ট্রলিং বন্ধের আহ্বান শোয়েবের

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গতকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। ম্যাচ শুরুর পর থেকেই পাকিস্তানি সমর্থকেরা ম্যাচটি পাতানো বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন। সমর্থকদের এই দাবি উড়িয়ে দিয়েছেন শোয়েব আখতার। ম্যাচ শেষে এই সাবেক পাকিস্তান গতিতারকা আফগানদের বিরুদ্ধে ফিক্সিং ট্রলিং বন্ধের আহ্বান জানান। 

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে ভারত। গতকাল তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বিরাট কোহলির দলের। ভারত ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছেও। তবে এর আগে টস জিতে মোহাম্মদ নবী বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয় ম্যাচটি ঘিরে। 

টস হেরে ভারত ব্যাটিং শুরু করলে গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সমর্থকেরা সরাসরি ম্যাচ পাতানো হচ্ছে দাবি করেন। তবে সমর্থকদের এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন দেশটির সাবেকরা। ম্যাচ শেষে শোয়েব আখতার এসব বন্ধেরও আহ্বান জানান। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত-আফগানিস্তান ম্যাচটি পাতানো বলে খেলার মজাটা নষ্ট করবেন না। এসব বাজে চর্চা বাদ দিন। আমি ভারত ও আফগানিস্তান দুই দলের পক্ষেই আছি। যে কেউ এবার চমক দেখাতে পারে।’ 

শোয়েবের সঙ্গে সুর মিলিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের মতো কিংবদন্তিরাও। ওয়াকার বলেছেন, ‘এসব ব্যাপারে কিছু বলার নেই ৷ দর্শকদের এমনটা ভাবা উচিত নয়।’ 

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও