নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ব্লেয়ার টিকনার। নিজের অভিষেক টেস্টে বাজেভাবে হেরেছে নিউজিল্যান্ড। তার রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ শুনেছেন টিকনার। ঘূর্ণিঝড় গাব্রিয়েলের তাণ্ডবে বাস্তুহারা হয়েছেন কিউই এই পেসার।
টিকনারের বাড়ি নেপিয়ারের হকস বে এলাকায়। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হকস বে। সারা দেশে ৬২ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। যেগুলোর মধ্যে ৪০ হাজার বাড়ি হকস বে এলাকার। রোববার তাঁর এলাকায় আরও দুজন মারা যান। কিউই এই পেসারের বাড়ি পুরো লন্ডভন্ড হয়ে যায়। সাইক্লোনের ভয়াবহতা সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টিকনার। কিউই পেসার বলেছেন, ‘আমাদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। তাদের সহায়তা করতে বাড়িতে যাওয়াটা খুব দরকার ছিল। পুরো এলাকার মানুষ কঠিন সময় পার করছেন। যে যেভাবে পারছি, প্রতিবেশীদের সাহায্য করছি।’
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্ট শেষ হয়ে যায় চার দিনে। ২৬৭ রানে হেরে যায় কিউইরা। বোলিংয়ে ৫.০৮ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট ও ব্যাটিংয়ে করেছেন ১১ রান। শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।