সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় লঙ্কানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। টসের পর তিনি বলেছেন, আমরাও আগে ব্যাটিং করতে চেয়েছিলাম।
এর আগে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম রাউন্ডে তিন ম্যাচের দুটিতে জিতে সুপার টুয়েলভের টিকিট পান সাকিব-মাহমুদউল্লাহরা। প্রথম রাউন্ডে নিজেদের সব ম্যাচেই ওমানে খেলেছে বাংলাদশ।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।