শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে মুশফিকুর রহিম দেশে ফিরবেন এটা আগেই জানা গিয়েছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দেশে আসছেন উইকেটরক্ষক ব্যাটার। তিনি শুধু একাই নন, সঙ্গে সাকিব আল হাসানও আজ দুপুরে দেশে ফিরেছেন।
১৫ সেপ্টেম্বরের আগে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকায় ব্যক্তিগত কাজে ঢাকায় ফিরেছেন সাকিব। ফ্লাইটে দুই দেশের দূরত্ব তিন ঘণ্টার। বিরতিতে তাই ঢাকায় চলে গেছেন সাকিব ৷ কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন দুজনই।
সুপার ফোরের প্রথম দুই ম্যাচ হারায় বাংলাদেশের এশিয়া কাপ একপ্রকার শেষ। আজ থেকে তিন দিনের বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। এই তিন দিনে কোনো অনুশীলন সূচি রাখেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিজেদের মতো খেলোয়াড়েরা হোটেলে জিম-সুইমিং করে সময় কাটাবেন। আর যাঁরা ছোটখাটো চোটে ভুগছেন, তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।