হোম > খেলা > ক্রিকেট

প্রথম সেশনে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারবান টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। একই সঙ্গে বাংলাদেশের রিভিউ নেওয়ার দুর্বলতাও আরও স্পষ্ট হয়েছে সিরিজের প্রথম টেস্টে। পোর্ট এলিজাবেথ টেস্টও যেন এ দুই ঘটনা থেকে মুক্তি পাচ্ছে না। আজ শুরু সিরিজের শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে স্বাগতিকেরা। 

পেসার খালেদ আহমেদের সঙ্গে এক প্রান্ত থেকে বোলিং শুরু করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে নতুন বল হাতে একজন স্পিনার—দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা ঘটল ৮৬ বছর পর। তবে মিরাজ নন, ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পেতে পারতেন খালেদ। সেটা হয়নি শুরুতে আম্পায়ারিং বিতর্ক আর বাংলাদেশের রিভিউ নেওয়ার দুর্বলতার কথা বলা হচ্ছিল সে কারণে। 

ওই ওভারের চতুর্থ বলে প্রোটিয়া ওপেনার সারেল এরউইয়ের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন খালেদ। তাতে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেবে কী নেবে না এই দোটানায় রিভিউর নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সেটা নিতে পারেনি বাংলাদেশ। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে আউট হতেন সারেল। ৪ রানে ‘জীবন’ পাওয়া এই প্রোটিয়া ওপেনার পরে আউট হন ২৪ রান করে। বোলার খালেদ। 

ততক্ষণে ওপেনিং জুটি থেকে ৫২ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গী হারালেও অন্য প্রান্তে অনেকটা ওয়ানডে গতিতে রান করেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। প্রথম টেস্টের দুই ইনিংসে ফিফটি করা এলগার এই ইনিংসেও ফিফটি ছুঁয়েছেন। ৮০ বলে ৮ চারে ৫৯ রান করে লাঞ্চে গেছেন তিনি। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২৪ রানে। দুজনের জুটি থেকে এসেছে ৫৫ রান। 

প্রথম সেশনে সুবিধা করতে পারেননি দুই পেসার খালেদ আর ইবাদত। দুজনেই চারের ওপরে রান দিয়েছেন। একই অবস্থা অফ স্পিনার মেহেদীর। ৭ ওভারে ৪.৬০ ইকোনমিতে ৩২ রান দিয়েছেন তিনি। প্রথম সেশন শেষে প্রোটিয়ারা বড় স্কোরের পথে আছে বলাই যায়।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ