হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হতে এবার দেরি কেন 

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে 

সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। টানা বৃষ্টিতে পানি জমে থাকায় মাঠের ভেতরের কিছু জায়গা ভেজা রয়েছে।  শুকাতে সময় লাগার কারণে আজ বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি। 

গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে এখন পর্যন্ত দুই দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। সবশেষ পরিদর্শনে মাঠের ভেজা জায়গা শুকালেও এখন আলোকস্বল্পতায় ম্যাচ শুরু করা যাচ্ছে না। ম্যাচ কর্মকর্তারা সময় নিয়েছেন স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত। তারপর সিদ্ধান্ত জানাবেন ম্যাচ কখন শুরু করা যাবে। 
 
এদিকে গত দিনের মতো আজও কয়েক হাজার দর্শক মাঠে এসেছেন বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে। সকাল থেকে গ্যালারিতে বসে ভুভুজেলা, বাঁশি ও আড্ডায় গ্যালারি মাতিয়ে রাখছেন। মাঝেমধ্যে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটারকে একঝলক দেখতে পেলে ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ তুলছেন। 

আজ বৃষ্টির সম্ভবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।  স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয় দফা ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেন।

উল্লেখ্য, কানপুরে টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশনের পুরোটা নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা