হোম > খেলা > ক্রিকেট

দলের স্কোর একই হলেও বেশি রান করলেন সাকিব 

‘কার্বন কপি’ বলতে যা বোঝায়, তা-ই যেন করে দেখাল গল টাইটানস। টানা দুই দিন একই রান তো করেছেই, উইকেটের সংখ্যাও একই। শুধু প্রতিপক্ষ ভিন্ন। আর গল টাইটানসের জার্সিতে গত দিনের চেয়ে আজ বেশি রান করেছেন। কলম্বোর প্রেমাদাসায় বি-লাভ ক্যান্ডিকে ১৮১ রানের লক্ষ্য দিয়েছে গল।

টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গল টাইটানস অধিনায়ক দাসুন শানাকা। আজও প্রথম পাওয়ারপ্লেতে উইকেট হারায় গল। পঞ্চম ওভারের পঞ্চম বলে রান আউটের ফাঁদে কাটা পড়েন লাসিথ ক্রুসপাল্লে। টাইটানসের স্কোর তখন ১ উইকেটে ৩৩ রান। এরপর দলের রান তো ধীর গতিতে উঠছিলই, খুব দ্রুত ভানুকা রাজাপক্ষে, শেভন দানিয়েল-এই দুই উইকেট হারায় তারা। গলের স্কোর দাঁড়ায় ৯.২ ওভারে ৩ উইকেটে ৬০ রান। ওপেনার দানিয়েল করেছেন ৩১ বলে ২৫ রান ও ৭ বলে ৪ রান করেছেন রাজাপক্ষে।

৩ উইকেট হারানো গলের বিপদের মুহূর্তে উইকেটে আসেন সাকিব। সাকিব ও টিম সাইফার্ট মিলে ক্যান্ডির বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন। চতুর্থ উইকেটে ৫২ বলে ৯৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন সাকিব। একই মাঠে গতকাল ডাম্বুলা অরার বিপক্ষে ১৪ বলে ২৩ রান করেছিলেন তিনি। গতকাল হয়েছিলেন বোল্ড আউট, বাংলাদেশের এই অলরাউন্ডার আজ হয়েছেন রান আউট।

সাকিব-সাইফার্টের ঝোড়ো গতির জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। দলের সর্বোচ্চ ৭৪ রান করেন সাইফার্ট। ৩৯ বলের এই ইনিংসে ৫টি করে চার ও ছক্কা মারেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। বি-লাভ ক্যান্ডির বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ হাসনাইন ও আমির জামাল। ১৮১ রান তাড়া করতে নেমে ধুকতে থাকা ক্যান্ডি এখন পর্যন্ত ৬ ওভারে ৫ উইকেটে করেছে ৩৬ রান। গলের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগ্রাভা ও কাসুন রাজিথা। একটি উইকেট নিয়েছেন লাহিরু সামারাকুন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি