স্বল্প আয়ের মানুষের সুস্বাস্থ্য, সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মান উন্নয়ন ও শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। যার মাধ্যমে অনেক মানুষ সেবাও পেয়েছেন। এবার আরও এক বড় উদ্যোগ নিয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে নিত্য। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসাও ব্যয়বহুল। ক্যানসার আক্রান্তদের চিকিৎসা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল সাকিব উদ্বোধন করতে যাচ্ছেন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’।
কাল (২৪ মার্চ) সাকিবের ৩৬তম জন্মদিন। মানবতার সেবায় নতুন উদ্যোগ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখতেই যেন চাইছেন সাকিব।
সিলেটে আজ আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিবও দলের সঙ্গে সেখানে আছেন। ২৭ মার্চ থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাঁর নেতৃত্বে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ।