হোম > খেলা > ক্রিকেট

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল ঘোষণা, সর্বোচ্চ ৪ জন অস্ট্রেলিয়ার

আইসিসি নারী বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার। জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। 

আজ নারী ও পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪ জন ঠাঁই পেয়েছেন। তাঁরা হলেন—বেথ মুনি, এলিস পেরি, অ্যাশ গার্ডনার ও মেগান স্কুট। তবে দলটির অধিনায়ক শ্রীলঙ্কান—চামারি আতাপাত্তু। 

গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন চামারি। ১৩০.৯১ স্ট্রাইকরেটে করেছেন ৪৭০ রান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ শুরু করা চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা জিতেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। নেতৃত্বে তাঁর এই সাফল্যই আইসিসির বর্ষসেরা দলের অধিনায়কের মর্যাদা দিয়েছে তাঁকে। 

অস্ট্রেলিয়ার পরে ইংল্যান্ডের ২ জন ক্রিকেটার বর্ষসেরা দলে—নাট শিভার-ব্রান্ট ও সোফি একলেসটন। একজন করে শ্রীলঙ্কার (চামারি), দক্ষিণ আফ্রিকার (লরা ভলভার্ট), ওয়েস্ট ইন্ডিজ (হ্যালি ম্যাথুস), নিউজিল্যান্ড (এমেলিয়া কের) ও ভারতের (দীপ্তি শর্মা)।

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), বেথ মুনি (উইকেটরক্ষক), লরা ভলভার্ট, হ্যালি ম্যাথুস, নাট শিভার-ব্রান্ট, এমেলিয়া কের, এলিস পেরি, অ্যাশ গার্ডনার, দীপ্তি শর্মা, সোফি একলেসটন ও মেগান স্কুট।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড