হোম > খেলা > ক্রিকেট

দেড় বছরে তামিমের ৮ ফিফটির বিপরীতে সেঞ্চুরি একটি

প্রথম ওয়ানডের মতো আজও ফিফটি পেয়েছেন তামিম ইকবাল। আজকের শুরুটা ছিল আগের দিনের চেয়ে অনেক বেশি আগ্রাসী। প্রথম ওয়ানডেতে ৫০ রান করতে তামিম খেলেছিলেন ৭৮ বল, আজ সেখানে ৪৪ বলেই ফিফটি ছুঁয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কিন্তু ফল সেই একই। ফিফটির পর আর ইনিংস বড় হলো না। 

শুধু জিম্বাবুয়ে সিরিজেই নয় এই বছরের শুরু থেকেই এই সমস্যায় ভুগছেন তামিম। ২০২২ সালে এখন পর্যন্ত চারটি ফিফটি করা তামিম তাই একটি ফিফটিও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ওয়ানডেতে অবশ্য সুযোগ তৈরি করেছিলেন। গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছিও। কিন্তু কম লক্ষ্যমাত্রা হওয়ায় তামিম সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। 

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে অপরাজিত ছিলেন তামিম। তাই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারায় পুরো দায়টা তামিমেরও ওপরও বর্তাচ্ছে না। কখনো ভালো শুরুর পর অপরাজিত ফিফটি করে ম্যাচ জেতাচ্ছেন, কখনো আবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে নিজের ভুলেই আউট হচ্ছেন। 

তামিম সবশেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন গত বছরের এই জিম্বাবুয়ে সফরেই। সেবার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে হারারে স্পোর্টস ক্লাবে এক শর বেশি স্ট্রাইক রেটে ৯৭ বলে ১১২ রান করছিলেন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত তামিমের ওয়ানডে সেঞ্চুরি সাকল্যে একটিই। আর এ সময় ফিফটি পেয়েছেন সব মিলিয়ে ৮টি। 

২০২১ সালের শুরু থেকেই তামিমের ব্যাটে রান ছিল। বছরের প্রথম ৩ ইনিংসে করেছিলেন — ৪৪, ৫০, ৬৪। পরে আরও দুটি ফিফটি করেছেন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে।  সে বছর ৪টি ফিফটি করলেও একটিকে অন্তত সেঞ্চুরি পর্যন্ত নিতে পেরেছিলেন। এ বছরও এর মধ্যে ৪টি ফিফটি হয়ে গেছে। তবে কী শেষ ওয়ানডেতেই সেই জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি খরা কাটাবেন তামিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক