হোম > খেলা > ক্রিকেট

চেন্নাই ছাড়ছেন ধোনি!

আইপিএল 

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে (সিএসকে) থাকছেন তো?—আইপিএল নিলামের আগে এমন প্রশ্ন ঘুরছে চেন্নাই ভক্তদের মুখে মুখে। ধোনির কাছ থেকে সঠিক কোনো জবাব পাওয়া যায়নি এখন পর্যন্ত। একেক সময়ে দিয়েছেন একেক উত্তর। তবে এন শ্রীনিবাসন যা বলছেন, তাতে মন খারাপ হওয়ার কথা চেন্নাই ভক্তদের। সুপার কিংসের কর্ণধার জানিয়েছেন, চেন্নাই দলে আগামী মৌসুমে থাকতে চাইছেন না দলটির সেরা অধিনায়ক!

আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন মৌসুমের নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ চারজন করে পুরোনো ক্রিকেটার ধরে রাখতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। দুজন রাখলে খরচ হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ, যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, নতুন ক্রিকেটার নেওয়ার জন্য তত বেশি টাকা খরচ করতে পারবে নিলামে। 

শ্রীনি বলছেন, ধোনি চান না তাঁকে ধরে রাখার কারণে নিলামে কম খরচ করুক চেন্নাই। বিসিসিআইয়ের সাবেক এই প্রধান বলেছেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং একজন ভালো মানুষ। এ কারণেই সে চাইছে না আমরা নিলামের আগে তাকে রেখে দিই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি টাকা থাকবে। এটা ভেবেই ধোনি বিভিন্ন উত্তর দিয়েছে। সে চাইছে না নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পেছনে খরচ হোক।’

দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কিছুদিন আগেই আইপিএলের চতুর্থ শিরোপা জিতেছে সিএসকে। চার শিরোপার সবগুলোই এসেছে ধোনির নেতৃত্বে। শিরোপা জেতানো অধিনায়ককে যে কিছুতেই ছাড়তে চাইবে না সিএসকে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্রীনি, ‘সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড