স্কয়ার লেগে দুর্দান্ত পুলে বল আছড়ে ফেললেন মাঠের বাইরে। কিন্তু এমন চোখ ধাঁধানো শটের পরেই মাটিতে লুটিয়ে পড়েন লিটন দাস। খুররম শাহজাদকে উড়িয়ে মারতে গিয়ে পা ঘুরে যায় তাঁর। পায়ে ক্র্যাম্প বা মাংসপেশিতে টান পরায় চোখ–মুখ কুঁচকে যায় বাংলাদেশি ব্যাটার-উইকেটরক্ষকের।
তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং শুরু করেন লিটন। এই প্রতিবেদন পর্যন্ত ৮২ রানে ব্যাট করছেন তিনি। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে করেছে ১৯০ রান। গতকাল মিরাজের দুর্দান্ত ঘূর্ণির সামনে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৪ রানে।
বিনা উইকেটে ১০ রান নিয়ে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই বড় বিপদে পড়ে স্বাগিতকেরা। খুররমের তোপে ২৬ রানে হারিয়ে ফেলে ৬ টপঅর্ডারকে। এরপর সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে খাদ থেকে টেনে তুলে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন লিটন-মিরাজ।
তবে দ্বিতীয় সেশনে এসে সেই জুটিও ভেঙেছেন খুররম। পাকিস্তানি পেসারের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ১২৪ বলে ৭৮ রানে ফিরেছেন মিরাজ। খুররম টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন ৫ উইকেট।