হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকা আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছাড়িয়ে গেছে প্রত্যাশার সীমা। আজ দ্বিতীয় ওয়ানডেতেই হয়ে গেল ছন্দপতন। টপ অর্ডারের ভয়ঙ্কর বিপর্যয়ের পর অলআউটের শঙ্কায় জাগায় তামিম ইকবালের দল। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং দৃঢ়তায় সেই অস্বস্তি এড়ানো গেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ১৯৪ রান। 

জোহানেসবার্গে টস জিতে তামিম ইকবালের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই বিস্ময়কর। রাবাদা-এনগিডিদের নতুন বলের তোপে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ৩৪ রান তুলতেই শেষ ৫ উইকেট। লিটন দাস ১৫ এবং মুশফিকুর রহিম ফেরেন ১১ রানে। ৬ষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। 

 ৬০ রানের জুটি ভাঙে রিয়াদ ২৫ রানে বিদায় নিলে। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন আফিফ। সপ্তম উইকেট জুটিতে ৮৬ রান করেন তাঁরা। জুটি গড়ার পথে আফিফ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। কাগিসে রাবাদার একই ওভারে ফেরেন দুই তরুণ। মিরাজ ৩৮ রানে আউট হন। 

তবে সেঞ্চুরির আভাস দিয়ে আফিফ আউট হন ৭২ রানে। শেষ দিকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কোনোরকম উইকেট বাঁচিয়ে অলআউটের শঙ্কা এড়ান। বাংলাদেশের পতন হওয়া ৯ উইকেটের পাঁচটি নিয়েছেন কাগিসো রাবাদা। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রোটিয়া এই পেস তোপের কারণেই দুশো করতে পারেনি তামিমের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক