হোম > খেলা > ক্রিকেট

বাবরের ওপর মেজাজ হারানোর ব্যাখ্যা দিলেন ওয়াসিম আকরাম

পিএসএলে মুলতান সুলতানসের কাছে গতরাতে হেরেছে করাচি কিংস। এই নিয়ে টানা আট ম্যাচে জয়ের দেখা পায়নি বাবর আজমের দল। এমন ভরাডুবির পর বিরক্তি প্রকাশ করেছেন দলের সহকারী কোচ ওয়াসিম আকরাম।

ম্যাচের শেষ ওভারে আকরামের মুখে সেই বিরক্তির ছাপ ধরা পড়ে। অধিনায়ক বাবর ওপর মূলত রাগ ঝেড়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে আকরামের ওপর চটেছেন পাকিস্তান ভক্তরা। 

মুলতান সুলতানসের শেষ পাঁচ বলে দরকার ছিল সাত রান। উমেদ আসিফ শেষ ওভারে বল করছিলেন, উইকেটে ছিলেন খুশদিল শাহ ও রাইলি রুশো। ওয়াইড বল দিয়ে ওভার শুরু করেন আসিফ। পরের বলে খুশদিল এক রান নিয়ে রুশোকে স্ট্রাইক দেন। এই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন বাবর। ডাগআউট থেকে উঠে এসে বাউন্ডারি লাইনে বাবরের ওপর মেজাজ হারাতে দেখা যায় আকরামকে। 

ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি পাকিস্তান সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কটাক্ষ করা হয় আকরামকে। শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করতে আকরামকে এগিয়ে আসতে হলো। টুইটারে বিষয়টি পরিষ্কার করে তিনি লিখেছেন, “গতরাতে বাবরের সঙ্গে আমার কথা বলার প্রতিক্রিয়া দেখে আপনারা অবাক হয়েছেন। আমি শুধু বলছিলাম ‘কেন আমাদের বোলাররা ইয়র্কার বা ধীর গতির বোলিং করছে না।’ আর কিছু না। বাবর একজন দারুণ খেলোয়াড় এবং সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে।” 

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

বাজে রেকর্ডে এক ভারতীয়কে ছাড়িয়ে গেলেন আরেক ভারতীয় ক্রিকেটার

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত

বিপিএলকে ‘টার্গেট’ করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি