হোম > খেলা > ক্রিকেট

সৌম্যরও ভারতীয় ভিসা করিয়ে রাখছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন পর এশিয়া কাপ। এরপরই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনের ফাঁকে হঠাৎ সবার চোখ যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।

ভিসার প্রক্রিয়া যেকোনো বিদেশ সফরের আগে খুব স্বাভাবিক বিষয় হলেও এবার একটু যেন বিশেষ নজর কাড়ল কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করাচ্ছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য। 

গত দুই মাসে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েই আলোচনায় সৌম্য। চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে আরেকটি সুযোগ দেন কি না, এটিই ছিল দেখার। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে না পারা সৌম্যকে রাখা হয়নি বাংলাদেশের এশিয়া কাপের দলে। তবে তিনি যে এখনো হাথুরুর বিকল্প বিবেচনায় আছেন, সেটি বোঝা গেল আজ তাঁকে ভারতীয় ভিসা সেন্টারে দেখে।

সবার আগে ভিসা প্রক্রিয়া করতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন। 

এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, এই বার্তা বিসিবির বোর্ড পরিচালক কিংবা নির্বাচকেরা এরই মধ্যে দিয়ে রেখেছেন। সে হিসেবে সৌম্য-মাহমুদউল্লাহদের ভিসা করিয়ে রাখা।

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার