হোম > খেলা > ক্রিকেট

তিন ফার্নান্দো-মেন্ডিসের সঙ্গে থাকছেন জয়াসুরিয়া-ম্যাথুসও

শ্রীলঙ্কায় যেন ফার্নান্দো ও মেন্ডিস এই দুই ক্রিকেটারের ছড়াছড়ি দেখা যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য লঙ্কান দলের দিকে তাকালে সেটা স্পষ্ট বোঝা যাবে। ফার্নান্দো-মেন্ডিসদের ভিড়ে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং প্রবাথ জয়াসুরিয়াও। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টেস্ট সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। ১৬ সদস্যের দলে আছেন তিন জন করে ফার্নান্দো ও মেন্ডিস। যাঁদের মধ্যে ওশাদা ফার্নান্দো টেস্টে ফিরছেন দেড় বছর পর। সবশেষ তিনি টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে কিউইদের বিপক্ষেই। ঘরের মাঠে এবার লঙ্কানদের কিউই সিরিজের দলে বাকি দুই ফার্নান্দো হলেন আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন আসিথা। বিশ্ব পেয়েছেন ৭ উইকেট। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দলে তিন মেন্ডিস হলেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস ও রামেশ মেন্ডিস। ২০২২ থেকে শুরু করে কামিন্দু এখন পর্যন্ত খেলেছেন ৬ টেস্ট। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ৬৯৫ রান। গড় ৭৭.২২। আরেক ‘মেন্ডিস’ রামেশ সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে।  কুশল তো সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন। 

নিউজিল্যান্ড সিরিজে ম্যাথুসের পাশাপাশি দিমুথ করুণাত্নে ও দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞদের রাখা হয়েছে। যেখানে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ম্যাথুস, করুণারত্নে ও চান্দিমাল খেলেছেন ১১২, ৯৪ ও ৮২ ম্যাচ। এছাড়া ইংল্যান্ড সিরিজের ‘আবিষ্কার’ মিলান রত্নায়েকে আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সাড়া ফেলে দেন রত্নায়েকে। বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মূলত শ্রীলঙ্কার ব্যাটারদের সংখ্যাই বেশি। ডি সিলভা, করুণারত্নে, চান্দিমালদের সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকছেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা। যেখানে লন্ডনের ওভালে নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের মাঠে ১০ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। কিউই সিরিজে পেস আক্রমণে দুই ফার্নান্দো আসিথা ও ওশাদার সঙ্গে থাকছেন লাহিরু কুমারা। গলে পরশু শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। একই মাঠে ২৬ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দল
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, রামেশ মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা,   দিনেশ চান্দিমাল, মিলান রত্নায়েকে, জেফরি ভ্যান্ডারসে, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড