হোম > খেলা > ক্রিকেট

অসুস্থ সৌরভ হাসপাতাল থেকেই শুভেচ্ছা জানালেন কোহলিদের 

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে চলছে সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির দ্বৈরথ। তবে সেই দ্বৈরথের উত্তাপে কিছুটা হলেও শান্তি ফিরিয়েছে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়। ১১৩ রানে স্বাগতিকদের হারিয়েছে কোহলির দল। এই জয়ের পর হাসপাতাল থেকেই দলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ। 

দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাটিতেই দাঁড়াতে দেয়নি ভারত। ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৯১ রানে। ভারতের জয়ের পর এক টুইট বার্তায় সৌরভ লিখেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়া। এই ফলে একেবারেই বিস্মিত নয়। সিরিজে এই দলকে হারানো খুবই কঠিন হবে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে। নতুন বছর উপভোগ্য হোক।’ 

অন্যদিকে প্রথম ম্যাচ জিততে পেরে দারুণ উচ্ছ্বসিত ভারত অধিনায়ক কোহলি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রত্যাশিত ভালো শুরুটা পেয়েছি। চার দিনে ফল পাওয়া দেখায় যে, আমরা ভালো খেলেছি। দক্ষিণ আফ্রিকায় খেলা সব সময় কঠিন। কিন্তু ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে আমরা নিখুঁত ছিলাম।’ 

এই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ম্যাচে ৮ উইকেট পাওয়ার পাশাপাশি ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এ পেসার। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত কোহলি বলেন, ‘শামি বিশ্বমানের বোলার। আমার কাছে সে বিশ্বের শীর্ষ পেসারদের একজন। সে ২০০ উইকেট পাওয়ায় এবং দারুণ পারফরম্যান্স করায় আমি খুব খুশি।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড