অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম ৭ ওভার শেষে নিউজিল্যান্ড করে ১ উইকেটে ৭৪ রান।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ঝোড়ো শুরু করে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের একাই তুলোধুনো করতে থাকেন ফিন অ্যালেন। ইনিংসের প্রথম ওভার বোলিং করা মিচেল স্টার্কের ওভার থেকে ১৪ রান নিয়েই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অ্যালেন। তবে বিধ্বংসী অ্যালেন ফিফটি করার আগেই বিদায় নিয়েছেন। ১৬ বলে ৫ চার এবং ৩ ছক্কায় ৪২ রান করা কিউই এই ওপেনার বোল্ড হয়েছেন জশ হ্যাজলউডের বলে। তাতে নিউজিল্যান্ডের ৫৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ডেভন কনওয়ে অপরাজিত আছেন ১৭ বলে ২৬ রান করে এবং ৯ বলে ৬ রান করে উইকেটে আছেন কেন উইলিয়ামসন।
দুই দলের একাদশ
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নেশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।