হোম > খেলা > ক্রিকেট

বাভুমার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা

অক্টোবরের ১৬ তারিখ অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সীমিত ওভারের ক্রিকেটের এই মহাযজ্ঞ সামনে রেখে দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করছে। আজ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। 

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার দলে আবারও সুযোগ পেয়েছেন রাইলি রুশো। এবার বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তিনি এত দিন কলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডের কাউন্টি দলে খেলেছেন। তাঁর কপাল খুললেও রসি ফন ডার ডাসেনের কপাল পুড়েছে। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটারকে মিস করবে প্রোটিয়ারা। হাতের আঙুল ভেঙে যাওয়ায় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না তাঁর। এ ছাড়া পরিচিত ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে জায়গা হয়নি ‘বেবি এবি’ খ্যাত দেওয়াল্ড ব্রেভিস। 

বর্তমানে ফর্মে থাকা সব ক্রিকেটারই আছেন বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। ব্যাটিংয়ে আছেন দুরন্ত ছন্দে থাকা রেজা হেনড্রিককসের সঙ্গে কুইন্টন ডি কক ও এইডেন মার্করামরা। পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়ার সঙ্গে অভিজ্ঞ ওয়েন পারনেল। আর স্পিনের নেতৃত্বে কেশব মহারেজ ও চায়নাম্যান তাবরাইজ শামসি। 

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও ওয়েন পারনেল।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা