হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে খেলতে পারবেন না পন্ত, বলছেন সৌরভ

হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্ত। ফলে এবারের আইপিএলে দলটির অধিনায়ককে ছাড়াই খেলতে হবে দিল্লি ক্যাপিটালসকে। ভারতীয় ব্যাটারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলী।

কলকাতায় সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘আইপিএলে খেলতে পারবেন না পন্ত। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমি যুক্ত আছি। দুর্দান্ত একটা আইপিএল হবে (দলের জন্য)। আমরা ভালো করব। তবে পন্তের চোটের প্রভাব দিল্লির ওপর পড়বে।’ 

কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৌরভ। ২০১৯ সালে দলটির পরামর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি। পরে যদিও স্বার্থের সংঘাতে সেই পদ থেকে সরে আসতে হয় তাঁকে। কেননা, সে সময় বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

পন্তের না থাকা দিল্লির জন্য বড় ক্ষতির। ২০২১ আইপিএলের মাঝ থেকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এবার তাঁর না থাকায় নতুন অধিনায়ক খুঁজতে হবে দলটিকে। এর জন্য যথেষ্ট সময় পাবে দলটি। আগামী মার্চ-এপ্রিলে আইপিএলের ১৬তম আসর হতে যাচ্ছে। 

দেরাদুন থেকে বাড়ি ফেরার পথে গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্ত। চলন্ত অবস্থায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়ি। গাড়িটি পুড়ে গেলেও বড় রকমের দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি। বর্তমানে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে বিসিসিআই।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল