হোম > খেলা > ক্রিকেট

কিউইদের ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে অতিথিদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর। টানা দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ধবলধোলাই এড়িয়ে স্বস্তির জয়ের খোঁজে মাঠে নামেন নাজমুল হোসেন শান্তরা।

আগের দুই ওয়ানডে বিবেচনায় ম্যাকলিন পার্কে রীতিমতো অবিশ্বাস্য বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। সফরকারীদের পেস বোলিং আক্রমণের  সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৩১.৪ ওভারে থেমে যান তাঁদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়ং আর অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ২১ রান।

নতুন বলে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে তানজিম হাসান সাকিব দারুণ শুরু এনে দেন বাংলাদেশ দলকে। পরে শরীফুল ইসলাম দ্বিতীয় স্পেলে ফিরে টানা ৩ ওভারে নেন ৩ উইকেট। ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন।

সেখান থেকে সৌম্য সরকার নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে তুলে নেন ৩ উইকেট। সৌম্য-শরীফুলদের দিনে মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ থাকলেও  শেষ উইকেট উইলিয়াম রুর্কিকে ফিরিয়ে তিনিও। সৌম্য, শরীফুল ও সাকিব নিয়েছেন ৩টি করে উইকেট।

বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল মিরপুরে ১৬২ রান। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি তাদের শতরানের আগে গুটিয়ে যাওয়ার নবম ঘটনা। গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল, এবার প্রথমবারের মতো ওয়ানডে জয়ের সুযোগ তাদের সামনে।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন