হোম > খেলা > ক্রিকেট

ধোলাই খেয়েও ইফতিখারের প্রশংসায় পাঞ্জাবের মন্ত্রী 

গতকাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রদর্শনী ম্যাচ খেলে শিরোনাম হয়ে গেলেন ওয়াহাব রিয়াজ ও ইফতিখার আহমেদ। ইফতিখার আহমেদের কাছে এক ওভারে ছয় ছক্কা খেয়েছেন ওয়াহাব রিয়াজ। বেধড়ক পিটুনি খেয়েও ইফতিখারকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়াহাব। 

কোয়েটার বুগতি স্টেডিয়ামে পিএসএলের প্রদর্শনী ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। যেখানে পেশোয়ারে খেলেছেন ওয়াহাব আর ইফতিখার খেলেছেন কোয়েটার হয়ে। ছয় ছক্কার ঘটনাটা ঘটেছে কোয়েটার ব্যাটিং ইনিংসের শেষ ওভারে। ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগ, লং-অফ, ডিপ এক্সট্রা কাভার, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট-এসমস্ত এলাকা দিয়ে বলকে সীমানাছাড়া করেছেন ইফতিখার। ইফতিখারের প্রশংসা করে ওয়াহাব টুইট করেছেন, ‘দুর্দান্ত ব্যাটিং করেছে ইফতিখার আহমেদ। যেভাবে অসাধারণ শট সে খেলল, অসাধারণ। আমি হতাশ তবে তোমার পারফরম্যান্সে খুশি। এগিয়ে যাও।’ 

ছয় ছক্কা হাঁকানোর পর গতকাল জয়ও পেয়েছেন ইফতিখার। ইফতিখারের ৫৪ বলে ৯০ রানের অপরাজিত ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করেছিল কোয়েটা। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৭ উইকেটে ১৮১ রানে আটকে যায় পেশোয়ারের ইনিংস। ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় কোয়েটা।

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী