হোম > খেলা > ক্রিকেট

ভ্রমণেও মুমিনুলদের ‘টেস্ট’

নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দলের এবারের দেশে ফেরাটা টেস্ট ক্রিকেটের মতো দীর্ঘ এক পথ। জটিল এই যাত্রায় ক্রিকেটারদের ভালোই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আজ সকাল ৯টায় নিউজিল্যান্ড থেকে রওনা দিয়েছেন মুমিনুল হকরা। প্রায় ৩৪ ঘণ্টার ভ্রমণ শেষে আগামীকাল বিকেলে দেশে পৌঁছানোর কথা তাঁদের। 

ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ডে পৌঁছে দিনের বাকি সময় সেখানেই কাটিয়ে দেবে বাংলাদেশ দল। এরপর রাতের ফ্লাইটে পৌঁছাবে মালয়েশিয়ায়। সেখান থেকে আবার দুবাইয়ে পৌঁছে পাঁচ ঘণ্টার যাত্রাবিরতি। অতঃপর মরুর দেশ থেকে আগামীকাল বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা।

দীর্ঘ এই যাত্রায় ক্লান্তির মধ্যেই অবশ্য প্রাপ্তি খুঁজে নিতে পারে মুমিনুল-মুশফিক-লিটনরা। আগের সফরগুলোতে যা পারেনি, এবার সেটিই যে করে দেখিয়েছে মুমিনুল হকের দল। একাধিকবার নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রতিবারই অর্জনের খাতায় ছিল বড় একটা 'গোল্লা'। কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। 

নিউজিল্যান্ড থেকে এবারের ফেরার ছবিটা অন্যরকম। প্রথমবারের মতো কিউইদের ডেরায় জয়ের স্মৃতি নিয়ে ফিরছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা জয়ের সঙ্গে সিরিজ ড্র। এই ক্লান্তির ভ্রমণেও তাই মুমিনুল-লিটনদের মনে হয়তো কিছুটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে।

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব