হোম > খেলা > ক্রিকেট

আবারও ব্যর্থ লিটন, বড় স্কোর করতে পারেনি গলও 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন দাস। দুই অঙ্কের রানও করতে পারেননি কোনো ম্যাচে। কলম্বোর প্রেমাদাসায় গল টাইটানস আজ কোয়ারিফায়ার ওয়ানে ১৪৭ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে। 

টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। সাকিব, লিটন দুজনেই আজ খেলেছেন গলের একাদশে। প্রথমে ব্যাটিং পেয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় গল। ইনিংসের দ্বিতীয় বলে ভানুকা রাজাপক্ষের উইকেট নেন বিনুরা ফার্নান্দো। এরপর ব্যাটিংয়ে আসেন লিটন। লিটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন গলের আরেক ওপেনার লাসিথ ক্রুসপাল্লে। চতুর্থ ওভারের প্রথম বলে কারকে ইনসাইড আউট করতে গিয়েছিলেন লিটন। ডিপ থার্ড ম্যানে সহজ ক্যাচ লুফে নেন অ্যালেক্স রস। ৭ বলে ৮ রান করেন লিটন। 

রাজাপক্ষে, লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব। ডাম্বুলার বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন সাকিব, ক্রুসপাল্লে। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৫১ রানের জুটি গড়তে অবদান রাখেন এই দুই ব্যাটার। সাকিবকে আউট করে জুটি ভাঙেন ধনঞ্জয় ডি সিলভা। দশম ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়েছিলেন সাকিব। টপ এজ হয়ে বল চলে যায় ডিপ স্কয়ার লেগে কারের হাতে। ৯.৩ ওভারে গলের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান। 

গলের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি হয়েছিল তৃতীয় উইকেটে। এরপর রানের চাকা যেমন ধীর গতির হতে থাকে, তেমনি নিয়মিত বিরতিতে উইকেটও পড়তে থাকে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন ক্রুসপাল্লে। ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এটাই গলের ইনিংসের সর্বোচ্চ রান। ইনিংসে ৭টি চার মারেন তিনি। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে গল টাইটানস। ডাম্বুলার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কার। 

১৪৭ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছে ডাম্বুলা। ৩ ওভারে বিনা উইকেটে করেছে ২৯ রান। এরই মধ্যে ১০ বলে ৩ ছক্কায় ২০ রান করেছেন আভিস্কা ফার্নান্দো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক