হোম > খেলা > ক্রিকেট

মুশফিক-তাসকিনের কেউই জেতেননি

মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ দুজনই জিম আফ্রো টি-টেনে একই দিনে দুটো ভিন্ন ম্যাচে গতকাল খেলেছেন। তবে দুই বাংলাদেশির কেউই ছিলেন না বিজয়ীদের দলে। জোবার্গ বাফালোজ, বুলাওয়ে ব্রেভস দুটো দলই হেরেছে। 

হারারে স্পোর্টস ক্লাবে গতকাল জোবার্গ বাফালোজের প্রতিপক্ষ ছিল কেপটাউন স্যাম্প আর্মি। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে জোবার্গ ১০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান করে। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। ৯৭ রান তাড়া করতে নেমে বেশ সহজেই জিতে যায় কেপটাউন। ৭.৪ ওভারে ৩ উইকেটে ৯৭ রান করে কেপটাউন। কেপটাউনের বিশাল জয়ে দারুণ অবদান রেখেছেন তাদিওয়ানাশে মারুমানি। ২৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মারুমানি। 

অন্যদিকে একই মাঠ হারারেতে মুখোমুখি হয়েছিল বুলাওয়ে ব্রেভস ও ডারবান কালান্দার্স। তবে প্রথম তিন ম্যাচ খেলা তাসকিন এবার সুযোগ পাননি বুলাওয়ের একাদশে। আর এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ডারবান ১০ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে। ১২৩ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ৯৭ রানে থেমে যায় বুলাওয়ের ইনিংস। ডারবানের ২৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ব্র্যাড ইভানস। ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইভানস।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক