হোম > খেলা > ক্রিকেট

সোধির প্রতিক্রিয়ায় অবাক তামিম

নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারে মানকাডিং আউট হয়েছিলেন ইশ সোধি। বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে আউট করেছিলেন হাসান মাহমুদ। ক্রিকেটীয় আইনে আউটের নিয়ম থাকায় পরে টিভি আম্পায়ারও তাই করেন। 

তখন হতাশ ও বিরক্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশের উদারতায় বেঁচে যান তিনি। অধিনায়ক লিটন দাস ডাকলে আবারও ব্যাটিংয়ে নামেন। পরে পুনরায় ব্যাটিং করার আগে পেসার হাসানের সঙ্গে কোলাকুলি করেন কিউই স্পিনার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। পরে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ৮৬ রানে হারান তিনি। 

আউট হওয়ার পর সোধির এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও (সোধি) এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নেবো কি নেবো না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল। এটা নেবো কি নেবো না, এভাবে রিয়াক্ট করায় আমরা অবাক হয়েছি।’ 

সোধিকে পুনরায় ব্যাটিং করতে দেওয়ায় ভুলও কিছু দেখছে না তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে। অধিনায়কের মনে হয়েছে এটা নেবে না। এখানে ভুল ঠিক বলতে কিছু নেই।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা