হোম > খেলা > ক্রিকেট

কলকাতার জয়ে শুরুটা ভালো হয়নি সাকিবের

চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ১০ রানের জয়ে শুভ-সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি সাকিব আল হাসান।

টস জিতে ব্যাটিং করতে নেমে ১৮৭ রানের বড় লক্ষ্য পায় কলকাতা। অধিনায়ক এউইন মরগান আউট হওয়ার পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন সাকিব। দুই ছক্কা আর এক চারে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিবের সঙ্গী দিনেশ কার্তিক। এক প্রান্তে ঝড় উঠলেও, অন্য প্রান্তে সাকিবের ব্যাট থেকেছে নিশ্চুপ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫ বলে ৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওপেনিং জুটিতে অবশ্য ৫৩ রানের উড়ন্ত সূচনা এনে দেন নিতিশ রানা এবং অধিনায়ক শুভমান গিল। রশিদ খানের বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন গিল। কলকাতার ইনিংস এগিয়ে নিয়েছেন নিতিশ রানা ও রাহুল ত্রিপাঠি। ইনিংসের দশম ওভারে ৩৭ বলে নিজের ১২-তম আইপিএল অর্ধ-শতকে পোঁছান রানা।

শেষ ছয় ইনিংসে এটি তাঁর তৃতীয় অর্ধ-শতক। সবগুলোই ছুঁয়েছে ৮০-র ঘর। এর মাধ্যমে একটি চক্রও পূর্ণ করে ফেলেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক থেকে পাঁচ নম্বর পজিশনে অর্ধ-শতক করেছেন এই বাঁহাতি। প্রথম দুইজন হচ্ছেন রোহিত শর্মা ও শেন ওয়াটসন।

অল-রাউন্ডার হলে এই একটা সুবিধা, এক বিভাগে খারাপ করলে অন্য বিভাগে ভালো করে পুষিয়ে দেয়া যায়। নিজের প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে সেটার আভাসও দিয়েছিলেন সাকিব। 'ঘরের ছেলে ঘরে ফিরেই' আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। কলকাতার ফেসবুক পেজ থেকে তাই সাকিবের জন্য শুভেচ্ছা বাণী, 'চমকপ্রদ প্রত্যাবর্তন'।

প্রভাত কখনো কখনো দিনের সঠিক পূর্বাভাস দেয় না। দল জিতলেও ৪ ওভারে ৩৪ রান দিয়ে সাকিব হয়তো এটাই ভাবছিলেন!

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ওয়ার্নারের উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। মনিশ পান্ডে এবং জনি বোয়ারেষ্টো চেষ্টা করলেও ১০ রানের ব্যবধানে হারে সন্তুষ্ট থাকতে হয় ওয়ার্নারদের।

আইপিএলে এটি কলকাতার শততম জয়। টুইটারে সাকিবসহ আরও কয়েকজনকে উদ্ধৃতি করে শুভেচ্ছা জানিয়েছেন স্বত্বাধিকারীদের একজন শাহরুখ খান।

ভারতের শিশু পুরস্কার পাচ্ছে সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের যে রেকর্ড ভাঙল অ্যাশেজে

মেলবোর্নে প্রথম দিনে দুবার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বিপদে ইংল্যান্ড

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত