২০০৭ এর পর ২০২২-১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে জয় পেল বাংলাদেশ। হোবার্টে আজ নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। আর বাংলাদেশের এই জয়ে পেসারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব আল হাসান।
হোবার্টে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ১৪৪ রান। আর এই মাঝারি রানের পুঁজি নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। ডাচদের ১০ উইকেটের ৭টাই নিয়েছেন পেসাররা। যার মধ্যে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন। ২ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। আর এক উইকেট নিয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশের জয়ে তাই পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন সাকিব। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘এটা গুরুত্বপূর্ণ এক জয়। আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে। সব সংস্করণে পেস বোলারদের গুরুত্ব আমরা বুঝতে পারছি। আমরা নতুন প্রতিভা খুঁজে পেয়েছি। হাসান নতুন বোলার এবং তাসকিন গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে।’
এই ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশের ব্যর্থতাও চোখে পড়েছে। হাসান মাহমুদের বলে নাজমুল হোসেন শান্ত পয়েন্টে সহজ একটা ক্যাচ হাতছাড়া করেছেন। তবে সাকিবের মতে, এই তরুণ দল নিয়ে ফিল্ডিংয়ে সেরা হওয়া সম্ভব। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ফিল্ডিংযে আমরা সেরা হতে চাই যেহেতু আমাদের দলটা তরুণ । ৫ থেকে ১০ রান বাঁচানোর মতো আত্মবিশ্বাস আমাদের আছে। আর এগুলোই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’