হোম > খেলা > ক্রিকেট

১৮ বছর পর মুশফিক কী গুনছেন

টেস্ট ক্রিকেটে অভিষেকের মুহূর্তটা সব সময় স্মৃতিময় হয়ে থাকে সব ক্রিকেটারের। মুশফিকুর রহিমও ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকের দিন মনে রেখেছেন। 

২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্টে অভিষেক হয় মুশফিকের। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে খেলার সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটারেরও টেস্ট অভিষেকের ১৮ বছর পূর্ণ হলো আজ। 

অভিষেক টেস্টের টুপি মুশফিক যত্ন করে রেখে দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর অভিষেক ও বর্তমান সময়ের দুটি ছবি পাশাপাশি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৮ বছর হয়ে গেছে এবং এখনো চলছে।’ 

লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকের। অভিষেক টেস্টটা ছিল ভুলে যাওয়ার মতোই। তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ হারে ইনিংস ও ২৬১ রানে। দুই ইনিংস মিলে তিনি করেন ২২ রান। 

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক খেলেছেন ৮৫ টেস্ট। ৩৮.৪৪ গড়ে করেছেন ৫৪৯৮ রান। করেছেন ১০ সেঞ্চুরি ও ২৬ ফিফটি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকেই। টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ডও তাঁর। বাংলাদেশের ক্রিকেটে অপরিসীম অবদান রাখায় কদিন আগে কোয়াবের পুরস্কার জেতেন মুশফিক।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড