হোম > খেলা > ক্রিকেট

সেপ্টেম্বরে হচ্ছে না ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বরে হচ্ছে না ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের নতুন সব উদ্যোগের মধ্যে ছিল ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’। ক্রিকেটার ও ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রাণিত করা এবং ক্রিকেট সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করতেই এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার কথা থাকলেও আপাতত পিছিয়ে যাচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট।

আয়োজনের আহ্বায়ক বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরুতে যে পরিকল্পনা নিয়ে এই অ্যাওয়ার্ড নাইট করতে চেয়েছিলাম, সেটি এতটা সহজ নয়। ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিচারক নির্বাচন থেকে শুরু করে নানা বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। অনুষ্ঠানটি আগামী ডিসেম্বরে বিপিএলের সময় আয়োজন করতে চাইছি। বিসিবি নির্বাচনী ব্যস্ততার কারণে অক্টোবরে এটি করা সম্ভব নয়। আমরা চাই নতুন পরিচালনা পর্ষদের অধীনেই এই অ্যাওয়ার্ড নাইট হোক।’

মিঠু আরও বলেন, ‘আমরা শুধু ক্রিকেটারদের নয়, সেরা ক্রীড়া সাংবাদিক, সেরা কোচ, সেরা আম্পায়ারসহ বিসিবির বিভিন্ন বিভাগকে পুরস্কৃত করব। এতে সবার কাজের গতি ও অনুপ্রেরণা বাড়বে।’

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’