ব্যাটে রানের ফল্গুধারা চলছেই লিটন দাসের। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এবার বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন এই ওপেনার।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে লিটন ১৮ বলে ফিফটি তুলে নেন। লিটন ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো রেকর্ড। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন আশরাফুল।
চট্টগ্রামে লিটন আজ ছাড়িয়ে গেলেন আশরাফুলকে। লিটন-রনির ব্যাটে বাংলাদেশ রীতিমতো উড়ছে। ৭ ওভার শেষে ৯৯ রান তুলেছেন বাংলাদেশ। লিটন অপরাজিত আছেন ৫৭ রানে। রনি অপরাজিত ৪০ রানে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটি:
বল ব্যাটার প্রতিপক্ষ ভেন্যু সাল
১৮ লিটন দাস আয়ারল্যান্ড চট্টগ্রাম ২০২৩
২০ মোহাম্মদ আশরাফুল ওয়েস্ট ইন্ডিজ জোহানেসবার্গ ২০০৭
২১ লিটন দাস ভারত অ্যাডিলেড ২০২২
২৪ মুশফিকুর রহিম শ্রীলঙ্কা কলম্বো ২০১৮
২৪ লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ লডারহিল ২০১৮
২৪ আফিফ হোসেন জিম্বাবুয়ে মিরপুর ২০১৯
২৪ রনি তালুকদার আয়ারল্যান্ড চট্টগ্রাম ২০২৩