হোম > খেলা > ক্রিকেট

পন্টিংকে ছোঁয়ার অপেক্ষায় রোহিত

ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। চোট, করোনা ও ছন্দহীনতায় সংগ্রাম করছেন ভারত অধিনায়ক। তবে দুঃসময় কাটাতে অনুপ্রাণিত হওয়ার মতো এক মাইলফলকের সামনে এখন রোহিত। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে কিংবদন্তি রিকি পন্টিংকে ছোঁয়ার সুযোগ এখন রোহিতের সামনে। 

আজ ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন রোহিত। ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পন্টিং। যে রেকর্ড এখনো অক্ষত আছে। সে সঙ্গে এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে ভারত। 

অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের ধারাটা শুরু হয়েছিল ২০১৯ সালে বাংলাদেশকে দিয়ে। তখন অবশ্য নিয়মিত অধিনায়ক ছিলেন না তিনি। এখন নেতৃত্বের পটপরিবর্তনে বিরাট কোহলির জায়গায় ভারতের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত। 

সব মিলিয়ে বেশি জয়ের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা থাকলেও, টি-টোয়েন্টিতে অবশ্য সেই কীর্তি ইতিমধ্যে গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি টানা ১৪ ম্যাচ জেতা অধিনায়ক হচ্ছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতেই সবার ওপরে ওঠে যান তিনি। এখন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও। 

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত বলেছেন, ‘আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। সবগুলো কাজ একে একে সম্পন্ন করছি।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক