হোম > খেলা > ক্রিকেট

২৩ এপ্রিলকে নিশ্চিতভাবে ভুলতে চাইবেন কোহলি

এবারে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও আজকের দিনকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। কেননা আইপিএলের ইতিহাসে এই দিনে ‘গোল্ডেন ডাকের’ হ্যাটট্রিক করেছেন ভারতীয় ব্যাটার।

তাই ২৪ এপ্রিলকে মনে রাখতে চাইবেন না কোহলি। ঠিক যেমন আনলাকি থার্টিনকে পছন্দ করেন না অনেকে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে প্রথম বলেই আউট হন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গেলুরুর অধিনায়ককে এলবিডব্লিউ করে টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ডটি উপহার দিয়েছেন ট্রেন্ট বোল্ট।

এর আগে আরও দুই মৌসুমে এই দিনেই প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনে ব্যাটিং করতে নেমে মার্কো ইয়ানসেনের বলে গোল্ডেন ডাক মারেন ভারতের সাবেক অধিনায়ক।

আর এই দিনে সর্বপ্রথম কোহলি শূন্য রানে আউট হন ২০১৭ আইপিএলে। টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বোলার নাথান কোল্টার নাইনের বলে কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আজ এলবিডব্লিউ হলেও গত দুই ম্যাচে ক্যাচ আউট হয়েছেন ক্রিকেটে ‘রানমেশিন’ নামে খ্যাত এই ব্যাটার।

আজ এমন লজ্জার রেকর্ড গড়লেও টুর্নামেন্ট ফর্মে আছেন কোহলি। ৭ ম্যাচে ৪৬.৫০ গড়ে ২৭৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। আর সমান ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করে সবার শীর্ষে আছেন তাঁরই দলের সতীর্থ ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট