হোম > খেলা > ক্রিকেট

হাথুরু বললেন, আমি জাদুকর নই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

দ্বিতীয় ধাপে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছেন চণ্ডিকা হাথুরুসিংহে। সিরিজে বাংলাদেশ যে হাথুরুর মন জয় করতে পারেনি, সেটা বলাই যায়। তবে ওয়ানডে সিরিজ নিয়ে পড়ে থাকার বেশি সময় নেই, আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

একটু অবাক করা হলেও এটা সত্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে দুই দল মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সিরিজে কেমন করতে পারে এক প্রশ্নে হাথুরু কিছুটা মজা করেই বললেন, ‘আমি তো জাদুকর না।’

প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাথুরু বলেছেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যে জন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে। আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের স্কিল এই মুহূর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’

দুই দলের একমাত্র মুখোমুখি লড়াইয়ে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে জয় পেয়েছিল ইংল্যান্ড। এবার নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের লক্ষ্য কী প্রশ্নে হাথুরু আরও বলেছেন, ‘এটাই তো লক্ষ্য (সিরিজ জয়)। আমি তো জাদুকর না যে আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’