চট্টগ্রামে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরির পরও স্কোরটা বেশ সমৃদ্ধ হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। গতকাল প্রথম দিন শেষে স্বাগতিকেরা ৪ উইকেটে করেছিল ২৩৩ রান। আজ দ্বিতীয় দিন ৭৫ রান যোগ করতেই সব উইকেট হারায় তারা। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩০৮ রানে।
ব্যাটিংয়ে নেমে দারুণ জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও। দিন শেষে ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। অধিনায়ক জর্জ মার্থিনাস ভ্যান হের্ডেন ৪৬ ও অনকগোমোদিৎসে রিচার্ড সেলেটসওয়ানে ৩২ রানে অপরাজিত আছেন। সফরকারীরা এখনো পিছিয়ে ১৫৯ রানে।
মুহাম্মদ মানাক ও এনটানদোয়েনকোসি জিমিলে জুমা ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। ঘূর্ণিতে রাকিবুল এনে দেন বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু। ফেরান মানাককে (৩৫)। মজার ব্যাপার, এই ৬৭ রানে থিতু থাকা অবস্থায় নিজেদের ৩টি উইকেটই হারায় তারা।
২০ তম ওভারে মানককে ফেরান রাকিবুল, ২১ তম ওভারে আরেক ওপেনার জুমা ও তিন নম্বরে নামা কনর বয়েড এস্টারহুয়েজেনকে (০) ফেরান রিপন মণ্ডল।
তার আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ৩০৮ রানে। দিনের শুরুতেই ২ রান যোগ করে অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ফেরেন ৪৪ রানে। আরেক অপরাজিত ব্যাটার প্রিতম কুমার (৩১) দ্বিতীয় দিন রানই যোগ করতে পারেননি। শেষ ব্যাটার রিপনের ২৬, শফিকুলের ইসলামের ১৩ ও রাকিবুলের ১৬ রানের সৌজন্যে তিন শ পেরোয় বাংলাদেশ। প্রোটিয়া পেসার তিয়ান মাইকেল ভ্যান ভিউরেন শিকার করেছেন ৩ উইকেট।