হোম > খেলা > ক্রিকেট

ফিজ মিরাজকে বলছিলেন, গায়ে বল লাগলেও সমস্যা নেই

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট মানেই রুদ্ধশ্বাস লড়াই। সেই লড়াইয়ের আমেজ আজও পেয়েছেন সমর্থকেরা। প্রথম ওয়ানডের ছোট রানের স্কোরেও দুলতে ছিল ম্যাচের ভাগ্যে। শেষে পরতে পরতে রং বদলানো ম্যাচটিতে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। জয়টি এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে। 

মিরাজের ব্যাটে জয় আসলেও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের সঙ্গ ছাড়া যে অবিশ্বাস্য জয়টা আসত না সেটা ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় জানিয়েছেন মিরাজ। অলরাউন্ডারের মতে, মোস্তাফিজুরের আত্মবিশ্বাস ম্যাচ জেতাতে সহায়তা করেছে। সে তাঁকে আশ্বাস দিয়েছে গায়ে বল লাগলেও আউট হবে না। 

শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে কি কথা হয়েছে তা নিয়ে মিরাজ বলেছেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। সে খুব ভালো সমর্থন দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হব না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। কিন্তু আউট হব না। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।’ 

 ১৮৭ রানের ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে যখন ভারতের বিপক্ষে আরেকটি পরাজয়ের গল্প লিখেছিল বাংলাদেশ ঠিক তখনই দুজনের ৫১ রানের জুটি দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে। শেষ উইকেটে রান তাড়া করায় যা বাংলাদেশের রেকর্ড। 

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি