হোম > খেলা > ক্রিকেট

ফিজ মিরাজকে বলছিলেন, গায়ে বল লাগলেও সমস্যা নেই

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট মানেই রুদ্ধশ্বাস লড়াই। সেই লড়াইয়ের আমেজ আজও পেয়েছেন সমর্থকেরা। প্রথম ওয়ানডের ছোট রানের স্কোরেও দুলতে ছিল ম্যাচের ভাগ্যে। শেষে পরতে পরতে রং বদলানো ম্যাচটিতে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। জয়টি এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে। 

মিরাজের ব্যাটে জয় আসলেও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের সঙ্গ ছাড়া যে অবিশ্বাস্য জয়টা আসত না সেটা ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় জানিয়েছেন মিরাজ। অলরাউন্ডারের মতে, মোস্তাফিজুরের আত্মবিশ্বাস ম্যাচ জেতাতে সহায়তা করেছে। সে তাঁকে আশ্বাস দিয়েছে গায়ে বল লাগলেও আউট হবে না। 

শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে কি কথা হয়েছে তা নিয়ে মিরাজ বলেছেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। সে খুব ভালো সমর্থন দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হব না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। কিন্তু আউট হব না। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।’ 

 ১৮৭ রানের ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে যখন ভারতের বিপক্ষে আরেকটি পরাজয়ের গল্প লিখেছিল বাংলাদেশ ঠিক তখনই দুজনের ৫১ রানের জুটি দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছে। শেষ উইকেটে রান তাড়া করায় যা বাংলাদেশের রেকর্ড। 

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের