হোম > খেলা > ক্রিকেট

দেশে ফিরলেন তামিম, মাঠে ফিরবেন কবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবন্দর থেকে বেরিয়ে কথা না বললেও হাত নাড়িয়ে ‘হাই’ দিলেন সংবাদকর্মীদের, এরপর গাড়িতে উঠলেন তামিম ইকবাল। চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে গতকাল রাতেই লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। আজ বিকেল ৫টার পর এসে পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

পিঠের নিচের অংশে যেখানে চোট, লন্ডনে ইনজেকশন নেওয়ার পর দুই দিন পর্যবেক্ষণে ছিলেন তামিম। গতকাল পর্যবেক্ষণ পর্ব শেষ হয়েছে। জানা গেছে, ইনজেকশন নেওয়ার পর থেকে ভালো বোধ করছেন তিনি। তবে ব্যথার অবস্থা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। 

আপাতত তামিমকে ৭ থেকে ১০ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। এ সময় তাঁর ব্যথার অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ব্যথা ফিরে না এলে এরপর শুরু হবে তাঁর মাঠের ফেরার প্রক্রিয়া। কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে তামিমের সামনে দুটি পথ খোলা ছিল, অপারেশনের টেবিলে বসা অথবা ইনজেকশন। তামিম দ্বিতীয়টিকে বেছে নিয়েছেন। 

অবসর ভেঙে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিমের কাছে অবশ্য ভিন্ন উপায়ও ছিল না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ছুরি-কাঁচির নিচে গেলে লম্বা সময় মাঠের বাইরে গিয়ে দুটিকেই বিসর্জন দিতে হতো। তবে এখনো তামিমের ফেরার ওপর অনেক ‘যদি-কিন্তু’ ঝুলে আছে। 

দেশে ফিরেই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে আলোচনায় বসার কথা তামিমের। যেখানে বিসিবির কাছে নিজের চাওয়া, বিভিন্ন বিষয়ের সমাধান এবং সম্প্রতি ঘটে যাওয়া অনেক ব্যাপারেই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিসিবি সূত্র জানিয়েছে, আগামী এক-দু দিনের মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে আলোচনায় বসতে পারেন তামিম। এই আলোচনাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপও শুরু হয়ে গেল আজ। প্রথম দিন ক্রিকেটাররা বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক অবস্থার পরীক্ষা দিয়েছেন। ক্যাম্পে তামিম কখন ফিরবেন, সেটিও জানা যাবে মেডিকেল রিপোর্ট এবং ওই আলোচনার পর।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ