হোম > খেলা > ক্রিকেট

তামিম ১৫০, বাংলাদেশের ৩০০ পেরিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজে পোঁছানোর পর একদিনের অনুশীলন। অনুশীলনের আগে ফিটনেস আর ঘুরেফিরেই কাটিয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটাই তাই ঝালিয়ে নেওয়ার বড় ভরসা ছিল সফরকারীদের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেট ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছে তারা। 

একপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চললেও অবিচল ছিলেন তামিম ইকবাল। ১৬২ রানে অপরাজিত থেকেছেন তিনি। আউট হওয়া সাত ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। তামিমের সঙ্গে ৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা মোসাদ্দেক আউট হয়েছেন ১৯ রানে। দুই অঙ্ক ছাড়ান আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১। 

আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রস্তুতি ম্যাচ থেকে ব্যাটারদের আত্মবিশ্বাসের কথা বলেন মোসাদ্দেক। যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও সেটা হওয়ার কথা না। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। এ ম্যাচে সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। প্রথম দিন শেষ করেন ১৪০ রানে অপরাজিত থেকে। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত। শান্তর ইনিংস শেষ হয় ৫৪ রানে।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। কোনো উইকেট না হারিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৮ রান। প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতে দায়িত্ব পালন করছেন লিটন দাস। দলীয় সূত্রে জানা গেছে, আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু