হোম > খেলা > ক্রিকেট

তামিম ১৫০, বাংলাদেশের ৩০০ পেরিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজে পোঁছানোর পর একদিনের অনুশীলন। অনুশীলনের আগে ফিটনেস আর ঘুরেফিরেই কাটিয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটাই তাই ঝালিয়ে নেওয়ার বড় ভরসা ছিল সফরকারীদের। বিশেষ করে ব্যাটারদের। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের কারণও সেটা। গতকাল প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে শেষ করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেট ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছে তারা। 

একপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চললেও অবিচল ছিলেন তামিম ইকবাল। ১৬২ রানে অপরাজিত থেকেছেন তিনি। আউট হওয়া সাত ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাহমুদুল হাসান জয় আর মুমিনুল শূন্য রানে ফিরেছেন। লিটন দাস ৪ আর নুরুল হাসান সোহান করেছেন ৭ রান। তামিমের সঙ্গে ৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা মোসাদ্দেক আউট হয়েছেন ১৯ রানে। দুই অঙ্ক ছাড়ান আর ইয়াসির আলী রাব্বি। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তাঁর রান ১১। 

আজ ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রস্তুতি ম্যাচ থেকে ব্যাটারদের আত্মবিশ্বাসের কথা বলেন মোসাদ্দেক। যে আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে তামিম আর নাজমুল হোসেন শান্ত ছাড়া কারও সেটা হওয়ার কথা না। ব্যাটিং অর্ডার আর টি-টোয়েন্টি খেলা-না খেলার বিতর্ক সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন তামিম। এ ম্যাচে সবচেয়ে সফল ব্যাটারও তিনিই। প্রথম দিন শেষ করেন ১৪০ রানে অপরাজিত থেকে। তামিমের সঙ্গে দিনের সবচেয়ে বড় ১৪০ রানের জুটির সঙ্গী শান্ত। শান্তর ইনিংস শেষ হয় ৫৪ রানে।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। কোনো উইকেট না হারিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৮ রান। প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতে দায়িত্ব পালন করছেন লিটন দাস। দলীয় সূত্রে জানা গেছে, আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ