হোম > খেলা > ক্রিকেট

জয়ের ক্ষুধা নিয়ে জয়রা যাচ্ছেন অস্ট্রেলিয়ায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে অভিজ্ঞ সাদমান ইসলাম। সাদমান ছাড়া এই দলে কারও বয়স ২৫ পেরোয়নি। তাঁরাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। লম্বা সময়ের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে প্রায় দেড় মাসের অনুশীলন ক্যাম্প দিয়ে। বিসিবির পরিচর্যায় দেশের প্রস্তুতি শেষে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল গতকাল গেছে অস্ট্রেলিয়া সফরে। 

১৫ সদস্যের লাল বলের দলের ক্রিকেটাররা এবারই প্রথম অস্ট্রেলিয়া গেলেন। অচেনা কন্ডিশনে মানিয়ে নেওয়া, পাকিস্তান-অস্ট্রেলিয়ার আগামী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও অর্জন হবে তাঁদের। এই সফর তাই বেশ গুরুত্ব পাচ্ছে ৪ দিনের সিরিজের অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের কাছে।

আইসিসি ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। সেই সিরিজের ভালো প্রস্তুতি হবে বললেন জয়। গতকাল রওনা দেওয়ার আগে বললেন, ‘এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ, অস্ট্রেলিয়া যাচ্ছি। এই দলটার কারও অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। ২০২৭ সালেও এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ আছে, ওটা লক্ষ্য রেখে খুব ভালো একটা প্রস্তুতি হবে এই সফরে।’ 

ডারউইন আগামী ১৯ জুলাই এইচপি ও পাকিস্তান ‘এ’ দলের ৪ দিনের প্রথম ম্যাচ এবং ২৬ জুলাই শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এ সিরিজে হারজিত নিয়ে কোচরা চিন্তা না করলেও খেলোয়াড়দের মধ্যে কাজ করছে জয়ের ক্ষুধা। জয় বললেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একজন অধিনায়ক হিসেবে দলের যে কম্বিনেশন আছে, সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের। ছোটবেলা থেকে একসঙ্গে আছি, অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে, জাতীয় দলের কয়েকজন আছে, ওই হিসেব করলে আমাদের সমন্বয় খুব ভালো হবে।’

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি