হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির আগে সৃষ্টি ছাড়া বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টির পর আফগানিস্তানের বোলিংয়ের সামনে আরও এলোমেলো বাংলাদেশের ব্যাটাররা। এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪১ রান।

বৃষ্টির পর আউট হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবিকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।

সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও।

রশিদের বলটা পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন আফিফ। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। রিভিউ নিলে সিদ্ধান্ত আসে আফগানদের পক্ষে। বাংলাদেশের বিপদ বাড়িয়ে আফিফ ফেরেন ৪ রানে। এই প্রতিবেদন লিখতে লিখতে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও। ফজলহক ফারুকীর বলে এলবিডব্লু। মিরাজের বিদায়ের পর আবার বৃষ্টি নেমেছে চট্টগ্রামে, আপাতত খেলা বন্ধ রয়েছে খেলা।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ