ছোট লক্ষ্যটা ক্রমেই ছোট হচ্ছিল। ওপেনিং জুটিতেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার রাস্তাটাও পরিষ্কার করছিলেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। উইকেটের জন্য তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের অপেক্ষাও বাড়ছিল তাতে।
অপেক্ষা ফুরিয়েছেন সাকিব আল হাসান। গুরবাজকে ফিরিয়ে আফগানদের ৫৪ রানের ওপেনিং জুটি ভেঙেছেন সাকিব। বলটা ঠিক যেভাবে গুরবাজ খেলতে চেয়েছিলেন, সেভাবে খেলতে পারেননি। শর্ট মিড উইকেটে সরাসরি ক্যাচ গেছে নাজমুল হোসেন শান্তর হাতে। ৪৫ বলে ২২ রান করে থেমেছেন গুরবাজ।
গুরবাজের সঙ্গী ইব্রাহিম অপরাজিত আছেন ৩১ রানে। ৫১ বলে ৩ চারে এই রান করেছেন তিনি। তাঁকে সঙ্গ দিতে এসেছেন রহমত শাহ। ২ রানে অপরাজিত আছেন তিনি। ৯ উইকেট হাতে রেখে এই প্রতিবেদন লেখার সময় আফগানদের আরও দরকার ১০৬ রান।
ম্যাচে লড়াই জমিয়ে তুলতে হলে দ্রুত উইকেট দরকার বাংলাদেশের। তিন পেসার এখনো উইকেটের দেখা পাননি। ৪ ওভারে ২১ রান দিয়ে তিন পেসারের মধ্যে সবচেয়ে খরুচে তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ১০ রান দিলেও উইকেটের দেখা পাননি মোস্তাফিজুর রহমান।