হোম > খেলা > ক্রিকেট

প্রোটিয়া তারকাকে না পেলেও সাকিবরা পেলেন কিউই তারকাকে

২০২৪ বিপিএলে সাকিব আল হাসান খেলছেন রংপুর রাইডার্সে। তিনি খেলছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরে। সাকিব-সোহানদের দলই কয়েক দিন আগে জানিয়েছিল যে রাসি ফন ডার ডাসেন খেলবেন রংপুরে। এখন জানা গেল, ডাসেন খেলছেন না রংপুরে। 

চোটের কারণেই বিপিএলে খেলা হচ্ছে না ডাসেনের। রংপুর রাইডার্স আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, চোটের কারণে রাইডার্স জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রাসি ফন ডার ডাসেনের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রোটিয়া ক্রিকেটার না এলেও রংপুরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। নিশামের যোগ দেওয়ার কথা নিশ্চিত করে রংপুর তাদের ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও রংপুর ছেড়েছে তাদের ফেসবুক পেজে। ফ্র্যাঞ্চাইটি ক্যাপশন দিয়েছে, ‘বিপিএল মাতাতে রাইডার জিমি নিশাম যোগ দিয়েছেন রাইডার্স টিম হোটেলে। চলবে আমাদের জয়ের লড়াই।’ ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি বাংলাদেশে খেলতে মুখিয়ে আছি।’ আরও দেখা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রংপুরের টিম হোটেলে উঠেছেন ও একের পর এক ছবি তুলছেন। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে নিশাম এখন পর্যন্ত খেলেছেন ২৬২ ম্যাচ। ১৪০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৩৬২২ রান। টি-টোয়েন্টিতে কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারেন, সেটা তাঁর স্ট্রাইকরেটেই বোঝা যাচ্ছে। শেষের দিকের ওভারগুলোতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রংপুর। ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্টে পয়েন্ট তালিকার সবার ওপরে সাকিব-সোহানদের দল।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা